WB Weather | মরশুমের সবচেয়ে শীতলতম আজ! ১৫তে নামলো তাপমাত্রার পারদ! সোমবারই বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়
কালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম।
চলতি মরশুমের সবচেয়ে শীতলতম দিন আজ, রবিবার। এদিন ১৫ ডিগ্রিতে নেমেছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। তবে সকালের মতো ঠান্ডা থাকবে না রাতে।মঙ্গলবার পর্যন্ত নতুন করে শহরের তাপমাত্রা কমার সম্ভাবনা কম। সোমবার আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পুরুলিয়া এবং বাঁকুড়ায়।