Gujrat Helicopter Crash | প্রশিক্ষণ চলাকালীন গুজরাটে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার! মৃত ৩
গুজরাটে পোরবন্দরে কোস্ট গার্ড এয়ারপোর্টে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার!
গুজরাটে পোরবন্দরে কোস্ট গার্ড এয়ারপোর্টে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার! এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকালে গুজরাটের পোরবন্দরে প্রশিক্ষণ চলছিল ALH ধ্রুব নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টারটি। সেই সময় ঘটে দুর্ঘটনা। ভেঙে পড়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ইতিমধ্যে ভাইরাল হয়েছে দুর্ঘটনার মুহূর্ত।