রাজ্য

লালার আবেদন খারিজ, রাজ্য পুলিশকে নিয়ে তল্লাশির নির্দেশ সিবিআই-কে

লালার আবেদন খারিজ, রাজ্য পুলিশকে নিয়ে তল্লাশির নির্দেশ সিবিআই-কে
Key Highlights

হাইকোর্টের নির্দেশে আংশিক স্বস্তিতে অনুপ মাঝি ওরফে লালা। কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত লালা। তাঁর বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। সেই এফআইআর বাতিল করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল লালা। লালার সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে সেই মামলাতেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, রেলের এলাকার বাইরে গিয়ে তল্লাশি করতে হলে রাজ্য সরকারের অনুমতি দরকার। রাজ্যের সঙ্গে কথা বলেই সিবিআইকে তল্লাশি চালাতে হবে। রাজ্য পুলিসের সঙ্গে যৌথভাবে সেই তল্লাশি করতে হবে। এদিন সিবিআই-এর দায়ের করা এফআইআর খারিজের জন্য লালার করা আবেদন খারিজ করে দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আদালত স্পষ্ট জানায়, কয়লা কাণ্ডে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই।