কয়লা পাচার-কাণ্ডে এবার CBI তলব করল রাজ্যের নিরাপত্তা অধিকর্তা জ্ঞানবন্ত সিংকে
Saturday, May 1 2021, 10:52 am
Key Highlightsকয়লা পাচার-কাণ্ডে এ বার রাজ্যের নিরাপত্তা অধিকর্তা জ্ঞানবন্ত সিংকে তলব করল CBI। তাঁকে আগামী ৪ মে নিজাম প্যালেসে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এ ব্যাপারে রাজ্য পুলিশের DG-কে চিঠি পাঠিয়েছে CBI। এর আগেও একাধিক IPS কর্তাকে তলব করেছিল CBI। নতুন করে এই খবরে জোর জল্পনা তৈরি হয়েছে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জেরায় একাধিক অভিযুক্তের সঙ্গে কথা বলে জ্ঞানবন্ত সিংকে তলব করা প্রয়োজনীয় বলেই মনে করছে তারা।
- Related topics -
- রাজ্য
- কয়লা পাচার
- সিবিআই
- আইপিএস অফিসার
- জ্ঞানবন্ত সিং

