Primary School | প্রাথমিক স্কুলে সেমিস্টার পদ্ধতি চালু হবে তা জানতেনই না মুখ্যমন্ত্রী! শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা মমতার
বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বসে ব্রাত্য বসুকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী সাফ বলেন, কোনও সেমিস্টার প্রথা চালু করা যাবে না।
দিন কয়েক আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে জানান, প্রাথমিক স্কুলে চালু হবে সেমিস্টার পদ্ধতি। কিন্তু এই কথা খোদ জানেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদপত্রে পড়ে, সে কথা জানতে পেরেছেন তিনি। এমনকি তাঁকে না জানিয়েই কেন শিক্ষা ব্যবস্থায় নতুন পলিসি চালু করা হল, তা নিয়ে সরাসরি শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা করলেন মমতা। আজ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বসে ব্রাত্য বসুকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী সাফ বলেন, কোনও সেমিস্টার প্রথা চালু করা যাবে না।