রাজ্য

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ই-স্কুটারে করে নবান্ন গেলেন মুখ্যমন্ত্রী, চালক ফিরহাদ হাকিম।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ই-স্কুটারে করে নবান্ন গেলেন মুখ্যমন্ত্রী, চালক ফিরহাদ হাকিম।
Key Highlights

এক অভিনব কর্মসূচি। যেহারে খুব কম সময়ে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি হয়ে চলেছে, সেই ঘটনার তীব্র প্রতিবাদ করে বৃহস্পতিবার ই-স্কুটারে চেপে নবান্ন গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালক ছিলেন ফারহান হাকিম। নবান্নে পৌঁছেই স্টেডিয়ামের নাম বদল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ করেন। পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদীকে দায়ী করলেন তিনি। এই সফরে তাঁর সঙ্গে অন্য বাইকে ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।