স্বাস্থ্য সাথী'

'স্বাস্থ্য সাথী' প্রকল্প সবার জন্য, পুরোটাই ক্যাশলেস: ঘোষণা মুখ্যমন্ত্রীর !

'স্বাস্থ্য সাথী' প্রকল্প সবার জন্য, পুরোটাই ক্যাশলেস: ঘোষণা মুখ্যমন্ত্রীর !
Key Highlights

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্বাস্থ্য পরিষেবার অধীনে না থাকলেই সবার জন্য স্বাস্থ্য-সাথী প্রকল্প। কিন্তু মাথাপিছু ৫ লক্ষ নয়, প্রতি পরিবারপিছু ৫ লক্ষ টাকার বীমা প্রকল্প থাকবে। শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতাল-নার্সিং হোমেও মিলবে সমান সুবিধে এবং পুরোটাই হবে ক্যাশলেস প্রক্রিয়ায়। পরিবারের প্রবীণ মহিলার নামে ইস্যু হবে কার্ড। বাংলার সাড়ে ৭ কোটি মানুষের কাছে এই প্রকল্প পৌঁছে দেবে রাজ্য সরকার।