CM Mamata Banerjee | লেনদেন পেরিয়েছে ১০০০ কোটি! 'বাংলা সহায়তা কেন্দ্র'-র সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী

বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন পরিষেবায় ই-ওয়ালেটের মাধ্যমে আর্থিক লেনদেন হাজার কোটি টাকা পেরিয়েছে খুব কম সময়ের মধ্যে।
নাগরিকদের স্কলারশিপ থেকে শুরু করে স্বাস্থ্য, আবাসন সহ বিভিন্ন খাতে পরিষেবা দিতে বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন প্রায় হাজার নাগরিক এই কেন্দ্রে নিয়মমতো ফি এর বিনিময়ে সহায়তা পেয়ে থাকেন। এই ফি যায় সরকারি কোষাগারে। এই প্রকল্পের দারুন সাফল্যের খবর এল। শুক্রবার সোশাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন পরিষেবায় ই ওয়ালেটের মাধ্যমে আর্থিক লেনদেন হাজার কোটি টাকা পেরিয়েছে। কেন্দ্রের কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।