Mamata Banerjee | "মহাকালধাম, জগন্নাথধামের মতো বইতীর্থ!" বইমেলার উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Thursday, January 22 2026, 2:38 pm

Key Highlightsআগামী বছর কলকাতা বইমেলা পা দেবে ৫০ বছরে। সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মেলা প্রাঙ্গণেই স্থায়ীভাবে গড়ে তোলা হবে ‘বইতীর্থ’।
বৃহস্পতিবার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বইমেলার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন মমতা বন্দোপাধ্যায় বলেন, “বইমেলা প্রাঙ্গণ স্থায়ী হয়ে গিয়েছে। মহাকালধাম, জগন্নাথধামের মতো বইতীর্থ করতে চাইছে ওরা। করে দাও। আইডিয়া একটা রাফ স্কেচ করছিলাম। ব্যস্ততায় পুরোটা করতে পারিনি। পুরো বই দিয়ে তৈরি হবে। ১০ কোটি টাকা আপনাদের কাছে চলে যাবে। ৫০ বছরের উদ্বোধনে এসে যেন দেখতে পাই বইমেলার সঙ্গে বইতীর্থও হয়েছে।”
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা বইমেলা
- বইমেলা
- মমতা ব্যানার্জী
- মুখ্যমন্ত্রী


