Uttarakhand Disaster | উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, চামোলি জেলায় ধুয়ে গেল গ্রামের একাংশ, নিখোঁজ অন্তত ১০

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পলি ও জলস্রোতে একটি গ্রামের অন্তত ছয়টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি। এবার চামোলি জেলায় হড়পা বানের জেরে ধুয়ে গেল গ্রামের একাংশ। স্থানীয় সূত্রে খবর, চামোলি জেলার নন্দা নগরে বুধবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। রাতে হঠাৎ করে হড়পা বানের জেরে পলি ও জলস্রোতে একটি গ্রামের অন্তত ছয়টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ অন্তত ১০ জন। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করেছে প্রশাসন। পলির স্তূপ থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। আপাতকালীন চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম সহ তিনটি অ্যাম্বুল্যান্সে পৌঁছে গিয়েছে নন্দা নগরে।