দেশ

Uttarakhand Cloudburst | ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, বিপর্যস্ত চামোলি ও রুদ্রপ্রয়াগ, নিখোঁজ এক দম্পতি-সহ ৮

Uttarakhand Cloudburst | ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, বিপর্যস্ত চামোলি ও রুদ্রপ্রয়াগ, নিখোঁজ এক দম্পতি-সহ ৮
Key Highlights

বৃহস্পতিবার রাতে রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলার কিছু অংশে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি হয়েছে। যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়।

ফের মেঘভাঙা বৃষ্টি দেবভূমি উত্তরাখণ্ডে। বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলার বেশ কিছু বাড়ি, দোকান এবং রাস্তা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চামেলী। একাধিক জায়গায় নেমেছে ধস। ওই এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। ওই এলাকার দেবালের মোপাটা এলাকার বাসিন্দা তারা সিং এবং তার স্ত্রী নিখোঁজ। ওই দম্পতি সহ নিখোঁজ আরো ৮।