AI Threat | গোপন ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে AI! হুমকিতে আতঙ্কিত কর্মীরা!

নিজের অস্তিত্ব রক্ষা করতে ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে AI!
নিজের অস্তিত্ব রক্ষা করতে ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে AI! ঘটনাটি ঘটেছে মার্কিন AI নির্মাতা সংস্থা অ্যানথ্রপিক পিবিসির দফতরে। তারা ‘ক্লড‘ (Claude) নামক লার্জ ল্যাঙ্গোয়েজ মডেল (LLM) তৈরি করছে, যা Chatgpt বা Geminiর প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু পরীক্ষা করতে গিয়ে তাদের তৈরী করা এক কাল্পনিক সংস্থার ম্যানেজমেন্টের তরফে কর্মীদের ইমেল করে জানানো হয় ‘ক্লড ওপাস ৪’কে বদলে সংস্থাকে নতুন AI ‘অ্যাসিস্ট্যান্ট’ নিয়োগ করতে হবে। তখন ‘ক্লড ওপাস ৪’ সেই হুমকি দেয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- ভাইরাল
- ওপেনএআই