অর্থনৈতিক

GST | জিএসটি ব্যবস্থার জের জামাকাপড়ে, পুজোর আগে কেনাকাটা করতে গেলেই টান পড়বে পকেটে!

GST | জিএসটি ব্যবস্থার জের জামাকাপড়ে, পুজোর আগে কেনাকাটা করতে গেলেই টান পড়বে পকেটে!
Key Highlights

নতুন কাঠামোয় আড়াই হাজার টাকার বেশি জামাকাপড়ে ১২ শতাংশের জায়গায় দিতে হবে ১৮ শতাংশ জিএসটি।

২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হবে। নয়া কাঠামোয় মাত্র দু’টি স্ল্যাব থাকবে: ৫ শতাংশ ও ১৮ শতাংশ। নতুন করব্যবস্থায় আড়াই হাজার টাকার বেশি জামাকাপড়ে ১২ শতাংশের জায়গায় দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। ফলে মহার্ঘ হবে জামাকাপড়। রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও ক্লোথিং ম্যানুফাকচারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আশঙ্কা মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তরা এতে সমস্যায় পড়বেন। তবে খুশির খবর হলো ২২ সেপ্টেম্বরের আগে জামাকাপড় কিনলে দিতে হবেনা বাড়তি কর।