CBSE | বছরে দুবার হবে দশম শ্রেণীর পরীক্ষা! পড়ুয়াদের চাপ কমাতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই পদক্ষেপ CBSEর!

Wednesday, February 19 2025, 8:55 am
CBSE | বছরে দুবার হবে দশম শ্রেণীর পরীক্ষা! পড়ুয়াদের চাপ কমাতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই পদক্ষেপ CBSEর!
highlightKey Highlights

পড়ুয়াদের উপর চাপ কমাতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই অভিনব পদক্ষেপ নিতে চলেছে CBSE।


এবার বছরে দুবার হবে দশম শ্রেণীর পরীক্ষা। পড়ুয়াদের উপর চাপ কমাতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই অভিনব পদক্ষেপ নিতে চলেছে CBSE। জানা গিয়েছে,২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে CBSE নয়া পাঠক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, CBSE বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরী করা হচ্ছে। পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা। আগামী সোমবার এই পরিকল্পনা জনসমক্ষে আনা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File