Airport | যুদ্ধ পরিস্থিতিতে জের, উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে স্থগিত বেসামরিক বিমান চলাচল
Saturday, May 10 2025, 3:41 am

উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি নির্বাচিত বিমানবন্দরে ৯ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত সকল বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, ৯ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি নির্বাচিত বিমানবন্দরে সকল বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। বিমানবন্দরগুলি হলো: অধমপুর, অম্বালা, অমৃতসর, আওয়ানতিপুর, বাথিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন, জয়সালমের, জম্মু, জামনগর, যোধপুর, কান্ডলা, কাংড়া, কেশোদ, কিশনগড়, কুল্লু মানালি, লেহ, লুধিয়ানা, মুণ্ডরা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট, সারসাওয়া, শিমলা, শ্রীনগর, থোইসে, ও উত্তারলাই।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান
- বিমান পরিষেবা
- বিমান চালক
- ভারতীয় বিমান
- বিমান বন্দর
- পহেলগাঁও জঙ্গি হামলা
- অপারেশন সিঁদুর