Adilabad Airport | বিমানবন্দরে সামরিক বিমানের পাশাপাশি চলবে সাধারণ যাত্রীদের প্লেনও! অদ্ভুত ঘোষণা কেন্দ্রর
Saturday, April 5 2025, 2:58 pm

কেন্দ্র ঘোষণা করল, আদিলাবাদ বিমানবন্দরে যৌথ ভাবে চলবে অসামরিক ও সামরিক বিমান।
বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো, তেলেঙ্গানার আদিলাবাদ বিমানবন্দরকে এবার থেকে যৌথ বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে। এই বিমানবন্দরের একদিকে চলবে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, আরেকদিকে সাধারণ মানুষের জন্য থাকবে সিভিল টার্মিনাল। দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভবিষ্যতে এই বিমানবন্দরে বায়ুসেনা প্রশিক্ষণ ঘাঁটি তৈরি করা হতে পারে। তেলেঙ্গানা সরকারের আশা, সরকারের এই সিদ্ধান্তের ফলে ওই অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধি ঘটবে। তবে এই যৌথ বিমান ঘাঁটি চালু হবে কবে তা জানায়নি ভারতীয় বায়ুসেনা।
- Related topics -
- দেশ
- তেলেঙ্গানা
- তেলেঙ্গানা সরকার
- যুদ্ধবিমান
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- ভারতীয় বিমানবাহিনী
- বিমান চালক
- বিমানবন্দর
- সামরিক বাহিনী
- ভারতীয় বায়ুসেনা
- ভারত