স্বাস্থ্য‘মোবাইল অক্সিজেন’ কোভিড আক্রান্তকে পরিষেবা দিতে আনছে ‘সিটিজেনস রেসপন্স', জানালেন অভিনেতা পরমব্রত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তন্ময় ঘোষের উদ্যোগে গঠিত সংগঠন 'বাংলার সংস্কৃতি মঞ্চ’ প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। এই মঞ্চেই যোগ দেন অনুপম, পরমব্রত, পিয়া চক্রবর্তী, কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় সহ এক ঝাঁক তারকারা। সবার মিলিত উদ্যোগেই অতিমারি রুখতে সৃষ্টি হয় ‘সিটিজেন্স রেসপন্স’-এর। চিকিৎসক পুণ্যব্রত গুণের নেতৃত্বে ইতিমধ্যেই এই অস্থায়ী শিবিরে পরিষেবা পেয়েছেন ১২ জন কোভিড আক্রান্ত রোগী। কৌশিক সেন জানিয়েছেন, খুব শিগগিরিই আরও একটি শাখা খোলা হবে ব্রহ্মপুরে।