রহস্যমৃত্যু শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর, রহস্যের কিনারা করতে তদন্তে নামে CBI-এর তদন্তকারী দল

Wednesday, July 14 2021, 11:00 am
রহস্যমৃত্যু শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর, রহস্যের কিনারা করতে তদন্তে নামে CBI-এর তদন্তকারী দল
highlightKey Highlights

শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর রহস্যমৃত্যু! শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীকে ২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে কর্তব্যরত অবস্থায় মাথায় গুলি করে হত্যা করা হয় । এই ঘটনার আড়াইবছর পর পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত দেহরক্ষীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তাঁর দায়ে করা FIR এর ভিত্তিতে শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় পুনরায় তদন্ত শুরু করে রাজ্যের গোয়েন্দা সংস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File