Chinsurah Court | ধড়-মুণ্ডু আলাদা করে দেহ করা হয় ৬ টুকরো! বিষ্ণু মাল খুনের ঘটনায় ৭ জনকে ফাঁসির সাজা ঘোষণা
Thursday, November 28 2024, 2:33 pm
Key Highlightsবিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। অভিযোগ, ধড় মুণ্ডু আলাদা করে দেহ ছয় টুকরো করা হয়।
একযোগে ৭ জনকে ফাঁসির সাজা শোনাল চুঁচুড়া আদালত! ত্রিকোণ প্রেমের জেরে ২০২০ সালের ১১ই অক্টোবর চুঁচুড়া শহরে বছর ২৩র যুবক বিষ্ণু মালকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তাঁর সাগরেদরা। সেই রাতেই বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। অভিযোগ, ধড় মুণ্ডু আলাদা করে দেহ ছয় টুকরো করা হয়। ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকা একাধিক অপরাধীকে পরবর্তীকালে বিভিন্ন সময়ে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় বিশাল দাস সহ ৭ জনের ফাঁসির সাজা হয়েছে।

