Chinmay Prabhu | আরও বিপাকে পড়তে পারেন চিন্ময় কৃষ্ণ দাস! তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়েরের আবদেন ব্যবসায়ীর
Sunday, December 8 2024, 10:50 am
Key Highlightsবাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন এক ব্যবসায়ী।
আরও বিপাকে পড়তে পারেন বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন এক ব্যবসায়ী। তাঁর দাবি, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে এসেছিলেন জমির রেজিস্ট্রেশন করানোর জন্যে। সেই সময়ই নাকি তাঁকে মারধর করেন চিন্ময় প্রভুর অনুগামীরা। এই আবহে তিনি গুরুতর ভাবে জখম হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি হন। এরপরই ওই ব্যবসায়ী খুনের চেষ্টার মামলা দায়েরের আবেদন চান।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ক্রাইম

