Chinmay Prabhu | চিন্ময়কৃষ্ণকে কথাই বলতে দেওয়া হল না তাঁর আইনজীবীর সঙ্গে! ইচ্ছা করে বিপাকে ফেলা হচ্ছে?

Thursday, December 12 2024, 11:57 am
highlightKey Highlights

বৃহস্পতিবারও চট্টগ্রাম আদালতে শোনা হল না জেলবন্দি চিন্ময়কৃষ্ণের জামিন শুনানি এগনোর আর্জি।


ইচ্ছা করেই কি আরও জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে চিন্ময়কৃষ্ণ প্রভুর জন্য? এমনই প্রশ্ন অনেকের। বৃহস্পতিবারও চট্টগ্রাম আদালতে শোনা হল না জেলবন্দি চিন্ময়কৃষ্ণের জামিন শুনানি এগনোর আর্জি। এমনকি অভিযোগ, দেখা হলেও চিন্ময়কৃষ্ণ প্রভুকে তাঁর আইনজীবীর সঙ্গে কথা পর্যন্ত বলতে দেওয়া হয়নি। চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, “আজকে হঠাৎ জজ সাহেব বললেন, চট্টগ্রাম থেকে একজন আইনজীবী লাগবে। কিন্তু তা তো লাগার কথা নয়।” জানা গিয়েছে, আগামী ২ জানুয়ারি হবে চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File