Chingrighata Metro | চিংড়িঘাটা-সেক্টর ফাইভ মেট্রো প্রকল্পে 'গ্রিন সিগন্যাল' দিলো হাইকোর্ট, কবে থেকে শুরু হবে কাজ?

Friday, September 19 2025, 5:21 am
highlightKey Highlights

চিংড়িঘাটা মেট্রো প্রকল্প ঘিরে তৈরি হওয়া সকল জট আপাতত কেটে গিয়েছে। আলোচনার মাধ্যমেই মিলেছে সমাধান সূত্র।


বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশনে বেঞ্চে একটি রিপোর্ট জমা দিয়েছে রাজ্য এবং রেল বিকাশ নিগম লিমিটেড। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের বেঞ্চে জমা পড়া সেই রিপোর্টে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প ঘিরে তৈরি হওয়া সকল জট আপাতত কেটে গিয়েছে। এরপরই মেট্রো পথ নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL জানিয়েছে, নভেম্বরে কাজ শুরু হবে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো লাইনের কাজ শেষ করা যাবে। নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ ‘রোড ব্লকের’ করে কাজ হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File