ফাঁস হল চিনা নথি! ২০১৫ সালে করোনাভাইরাস দিয়ে জৈব অস্ত্র তৈরির পরিকল্পনা হয়েছিল

Monday, May 10 2021, 5:01 am
ফাঁস হল চিনা নথি! ২০১৫ সালে করোনাভাইরাস দিয়ে জৈব অস্ত্র তৈরির পরিকল্পনা হয়েছিল
highlightKey Highlights

দ্য আননেচারাল অরিজিন অফ সার্স অ্যান্ড নিউ স্পিসিস অব ম্যান-মেড ভাইরাসেস অ্যাজ জেনেটিক বায়োওয়েপন-এর এক নথি অনুযায়ী, 'তৃতীয় বিশ্বযুদ্ধ হলে জৈব অস্ত্রই ব্যবহৃত হবে' অর্থাৎ এই নথি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, সারস করোনা ভাইরাসকে অতিমারীর ৫ বছর আগেই অস্ত্ররূপে তৈরি করতে চেয়েছিলেন চিনা সেনাবাহিনীর বিজ্ঞানীরা। এ বিষয়ে news.com.au-কে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেকটর পিটার জেনিংস জানিয়েছেন, ''ওই নথিকে অস্বীকার করা যায় না। তাৎপর্যপূর্ণভাবে করোনা ভাইরাসের নানা ধরনের স্ট্রেইনকে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করেছেন চিনা বিজ্ঞানীরা।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File