US-China Tariff | শুল্কযুদ্ধ জমজমাট ! ট্রাম্পকে বাড়তি কর প্রত্যাহারের হুমকি চিনা প্রেসিডেন্ট !
Sunday, April 13 2025, 3:31 pm

রবিবার পালটা ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি দিল শি জিনপিং প্রশাসন। বাড়তি শুল্ক ‘সম্পূর্ণরূপে বাতিল’ করার আহ্বান জানানো হয় বেজিংয়ের তরফে।
আমেরিকার মসনদে বসার পর থেকেই সারা বিশ্বে বিরুদ্ধে শুল্কযুদ্ধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ এপ্রিল থেকে ভারত, কানাডা, চিন সহ একাধিক দেশের উপর বর্ধিত হারে শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। এই অবস্থায় ট্রাম্পকে শুল্ক কমানোর হুঁশিয়ারি দিলো চিনা প্রেসিডেন্ট। রবিবার শি জিনপিং প্রশাসন জানালো, সংঘর্ষ থামাতে হলে চিনের উপর চাপানো বাড়তি শুল্ক ‘সম্পূর্ণরূপে বাতিল’ করতে হবে। শুল্কযুদ্ধে যে চিনারাও পিছুপা হবে না তা জানিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। আমেরিকা চিন সংঘাত এখনও অব্যাহত।
- Related topics -
- আন্তর্জাতিক
- শুল্ক
- আমেরিকা
- আমেরিকা প্রেসিডেন্ট
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- donald trump
- চীন
- চিন
- মার্কিন প্রেসিডেন্ট