China Watrfall | সর্বোচ্চ জলপ্রপাতের জল আসছে পাইপ দিয়ে! সোশ্যাল মিডিয়ায় মুখোশ খুললো চিনের!

Saturday, June 8 2024, 12:29 pm
highlightKey Highlights

চিনের সর্বোচ্চ জলপ্রপাত বিখ্যাত ইউনতাই পর্বতের ১,০২৪ ফুট উঁচু জলপ্রপাতটি দেখতে আসে লাখ পর্যটক। কিন্তু এই জলপ্রপাতের জল যে আসছে পাইপ দিয়ে!


চিনের সর্বোচ্চ জলপ্রপাত বিখ্যাত ইউনতাই পর্বতের ১,০২৪ ফুট উঁচু জলপ্রপাতটি দেখতে আসে লাখ পর্যটক। কিন্তু এই জলপ্রপাতের জল যে আসছে পাইপ দিয়ে! সম্প্রতি এক ব্যক্তি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন যে একটি পাইপের মাধ্যমে এই জলপ্রপাতের জল আসে। মোট ১২ সেকেন্ডের এই ভিডিয়োটিতে পাশাপাশি দুটি দৃশ্য দেখা যায়। এক পাশে পাইপ থেকে জল পড়তে দেখা যাচ্ছে। আর অন্য দিকে দূর থেকে জলপ্রপাতটি দেখানো হচ্ছে। আর দূর থেকে দেখতে এটি বেশ স্বাভাবিক বলেই মনে হচ্ছে। কিন্তু আসলে সত্যি যে অন্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File