ভারতে করোনা ভ্যাকসিনের কাজে পাশে আছে চীন, প্রতিশ্রুতি চিনা প্রেসিডেন্ট জিনপিং-এর !
Wednesday, November 18 2020, 7:33 am
Key Highlightsলাদাখ পরিস্থিতি নিয়ে দু-দেশের উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার BRICS দেশগুলির ভার্চুয়াল বৈঠকে ফের মুখোমুখি হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনফিং। সেখানেই চিনা প্রেসিডেন্ট জিনপিং জানান চীন ভারতের পাশে আছে , করোনা ভ্যাকসিন-সংক্রান্ত বিষয়ে ভারতকে চীন সাহায্য করবে। আরও জানিয়েছেন, চিনা কোম্পানিগুলি ব্রাজিল এবং রাশিয়ান কোম্পানিগুলির সঙ্গে তৃতীয় দফার ট্রায়ালের কাজ করছে। ট্রায়াল শেষ হলেই তার বানিজ্যিক প্রয়োগের চিন্তাভাবনা রয়েছে চিনের। অনেকের ধারণা, ভ্যাকসিন ডিপ্লোম্যাসি দিয়ে এবার ইন্দো-চিন সম্পর্কের বরফ গলাতে চায় বেজিং।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- ভারতবর্ষ
- শি জিনপিং
- করোনা টিকা
- করোনা ভাইরাস

