World Biggest Dam | ভারতে সীমান্তে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরী করবে চিন! ব্যাপক দুর্যোগের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা
Saturday, January 4 2025, 11:46 am
Key Highlightsপৃথিবীর গতি ০.০৬ সেকেন্ড ধীর করে দেওয়া ‘থ্রি জর্জেস ড্যাম’ এর থেকেও বড় হবে সেটি।
বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরী করতে চলেছে চিন। পৃথিবীর গতি ০.০৬ সেকেন্ড ধীর করে দেওয়া ‘থ্রি জর্জেস ড্যাম’ এর থেকেও বড় হবে সেটি। আর এই বাঁধ তৈরী হবে নাকি তিব্বতে, ভারতের সীমান্তের একেবারে কাছে। এখানেই শেষ নয়, যে জায়গায় এই বাঁধ তৈরী হবে তা ভূতাত্ত্বিকভাবে খুব একটা পোক্ত নয়, বরং বেশ স্পর্শকাতর। ফলে এই বাঁধ পরিবেশের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, দিল্লির তরফে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে পদক্ষেপও করা হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- দেশ
- চিন
- চীন
- ভারত-চিন সীমান্ত

