LAC Disengagement । ডেপস্যাঙে ভারতের টহলের অধিকারকে স্বীকৃতি দিয়েছে চিন
Tuesday, October 22 2024, 12:05 pm
Key Highlightsপ্রায় পাঁচ বছর পরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারি নিয়ে জট কাটতে চলেছে ভারত ও চীনের মধ্যে।
প্রায় পাঁচ বছর পরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারি নিয়ে জট কাটতে চলেছে ভারত ও চীনের মধ্যে। ডেসপ্যাং এবং ডেমচক এলাকা থেকে টহলদারি নিয়ে ভারত এবং চিন ঐক্যমতে পৌঁছেছে। ডেপস্যাং এবং ডেমচকে ভারতীয় সেনাকে টহলে বাধা দিচ্ছিল চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। তবে এই দুই জায়গায় ভারতীয় সেনার টহলদারির অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে। তবে সম্প্রতি টহলদারির জন্য যে ‘বাফার জোন’ তৈরি করা হয়েছে। সেটার কী হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- দেশ
- চীন
- চীনা সেনা
- চিন
- ভারতীয় সেনা
- লাদাখ
- পূর্ব লাদাখ

