আন্তর্জাতিক

প্রাক্তন কূটনীতিকের আশঙ্কা চিন এবার বাগরাম ঘাঁটিকে নিজেদের দখলে নিয়ে ভারতকে বেগ দিতে পারে বলে

প্রাক্তন কূটনীতিকের আশঙ্কা চিন এবার বাগরাম ঘাঁটিকে নিজেদের দখলে নিয়ে ভারতকে বেগ দিতে পারে বলে
Key Highlights

পাকিস্তানকে কাজে লাগিয়ে চিন তাদের পুরো শক্তি দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করতে পারে । আমেরিকার প্রাক্তন কূটনীতিবিদ নিকি হ্যালি তার এরূপ আশঙ্কার কথা জানালেন। এমনকি আফগানিস্তানের বাগরাম বায়ুসেনা ঘাঁটিও নিজেদের দায়িত্বে রাখার জন্য চিন চেষ্টা চালাতে পারে বলে জানা যাচ্ছে। আমেরিকা সদ্য আফগানিস্তান ছেড়েছে। আর এর মধ্যেই অশনিসঙ্কেত দেখছেন নিকি। এপ্রসঙ্গে নিকি বলেন, “আফগানিস্তান ছাড়লেও আমেরিকার কড়া নজর রাখা উচিত চিনের উপর। কারণ এই পরিস্থিতির সুযোগে অনেক কিছুই করতে পারে চিন।” অবস্থানগত দিক থেকে এই বাগরাম বায়ুসেনা ঘাঁটির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমেরিকার সঙ্গে আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন এই বাগরামই তাঁদের মূল ঘাঁটি ছিল।