প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানো নিয়ে ভারত-চিনের কমান্ডার পর্যায়ের বৈঠক ভেস্তে গেল

Monday, October 11 2021, 10:42 am
প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানো নিয়ে ভারত-চিনের কমান্ডার পর্যায়ের বৈঠক ভেস্তে গেল
highlightKey Highlights

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সরানো নিয়ে ভারত-চিনের কমান্ডার পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হল না। রবিবার চিনের দিকে মোল্ডো পয়েন্টে ছিল ভারত-চিনের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক । বৈঠকের আগে থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একটা টানটান উত্তেজনা ছিল। কোনও রফাসূত্র বেরোয় কি না নয়াদিল্লির সে দিকে নজর ছিল। কিন্তু চিন সেই আশায় জল ঢেলেছে। ভারতীয় সেনাপ্রধান এমএম নরবণে বৈঠকের আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন চিন যদি সেনা না সরায় তা হলে ভারতও তাদের সেনা সরাবে না। গত রবিবার প্রায় সাড়ে আট ঘণ্টার বৈঠকে কোনও সামধানসূত্র না বেরোনোয় ফের উত্তপ্ত হল পরিস্থিতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File