অভিনব ফ্যাশন শো! চিনে মডেলরা ব়্যাম্প মাতালেন পিপিই কিট পরে।
Friday, December 18 2020, 8:23 am
Key Highlightsকরোনার দাপট কাটিয়ে নিউ নর্মালে অভ্যস্ত হয়েছি গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে অভিনব ফ্যাশন শো’র আয়োজন করে সকলকে তাক লাগিয়ে দিল করোনা উৎসস্থল চিন। সম্প্রতি চিন-ড্যাংডং ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়। তাতেই অংশ নেন বহু মডেল। রকমারি ব্যতিক্রমী পোশাক পরে ওই মডেলরা ব়্যাম্প মাতিয়েছেন বলে ভাবছেন? না মোটেও না। কারণ, এই শো হালফিলের ফ্যাশন শো’র থেকে একেবারে আলাদা। মডেলদের পরনে ছিল পিপিই কিট। আবারও পিছনে ফিরে ওই শব্দগুলি হাতরানোর প্রয়োজন নেই। আপনি ঠিকই পরেছেন। মডেলদের পরনে ছিল পিপিই কিট বা পার্সোনাল প্রটেক্টিভ ইকিউপমেন্ট। করোনা পরিস্থিতিতে এই ফ্যাশন শো বিভিন্ন ধরনের পিপিই কিট, মাস্ক, ফেসশিল্ডের প্রদর্শনী করা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- কোভিড ১৯
- নিউ নরম্যাল
- ফ্যাশন শো
- পিপিই কিট

