Three Gorges Dam । বাঁধ তৈরী করে পৃথিবীর ঘূর্ণনের গতি কমিয়ে দিয়েছে চিন
Thursday, September 26 2024, 8:44 am
Key Highlightsনাসা বলছে, এই বাঁধটি এতটাই বড় যে তার প্রভাব পড়েছে গ্রহের ঘূর্ণনে।
২০০৬ সালে ইয়াংজি নদীর উপর বিশ্বের বৃহত্তম সক্রিয় জলবিদ্যুৎ প্রকল্প, থ্রি গর্জেস বাঁধ তৈরি করেছিল চিন। নাসা বলছে, এই বাঁধটি এতটাই বড় যে তার প্রভাব পড়েছে গ্রহের ঘূর্ণনে। থ্রি গর্জেস বাঁধের উচ্চতা প্রায় ৫৯৪ ফুট বা ১৮১ মিটার। দৈর্ঘ্যে এটি ৭,৭৭০ ফুট বা ২,৩৩৫ মিটার। এদিকে পৃথিবীতে ২৪ ঘন্টায় দিন হয়। তবে চিনের এই বাঁধের কারণে, তার মধ্যে অন্তত একটি মিনিটকে ৬০ সেকেন্ডের বদলে ৫৯ সেকেন্ডে মাপা উচিত।
- Related topics -
- আন্তর্জাতিক
- চিন
- বিজ্ঞান ও প্রযুক্তি
- পৃথিবী
- অন্যান্য

