Artificial Photosynthesis | মহাকাশে সালোকসংশ্লেষ! অক্সিজেন করলেন চিনের মহাকাশচারীরা!
Tuesday, February 4 2025, 6:03 am
Key Highlightsমহাকাশে কৃত্তিম সালোকসংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করলো চিন!
মহাকাশে কৃত্তিম সালোকসংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করলো চিন! তিয়ানগং স্পেস স্টেশনে এই কৃত্তিম সালোকসংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করেছেন চিনের মহাকাশচাররা। এর ফলে আর পৃথিবী থেকে অক্সিজেন নিয়ে যেতে হবে না। জানা গিয়েছে, কৃত্তিম সালোকসংশ্লেষ সিস্টেম ফিজিকাল ও কেমিক্যাল প্রতিক্রিয়ার মাধ্যমে করা হয়। একটি সেমিকন্ডাক্টর ক্যাটালিস্ট ও একটি বিশেষ ধরনের যন্ত্র কার্বনডাই অক্সাইড ও জলকে অক্সিজেন ও হাইড্রোকার্বন ভিত্তিক জ্বালানি তৈরিতে ব্যবহার করা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- চিন
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- মহাকাশ
- মহাকাশচারী
- অন্যান্য

