Fastest Train | বিশ্বের সবথেকে দ্রুত গতিসম্পন্ন বুলেট ট্রেন আবিষ্কার করলো চিন! চলবে গতি প্রতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটারে
রবিবার সিআর৪৫০ নামের এই বুলেট ট্রেনের 'প্রোটোটাইপ' প্রকাশ্যে এনেছে বেজিং।
বিশ্বের সবথেকে দ্রুত গতিসম্পন্ন বুলেট ট্রেন আবিষ্কার করলো চিন! রবিবার সিআর৪৫০ নামের এই বুলেট ট্রেনের 'প্রোটোটাইপ' প্রকাশ্যে এনেছে বেজিং। চিনের দাবি, এই নয়া বুলেট ট্রেনের সর্বাধিক গতি প্রতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে! এই ট্রেনের প্রযুক্তি নির্মাণ করেছে 'চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি'। এই বুলেট ট্রেন শুধুমাত্র বিশ্বের দ্রুততম বুলেট ট্রেনই নয়, সেই সঙ্গে জ্বালানির পরিমাণ ও খরচ বাঁচানো, ট্রেনের ভিতরের শব্দ নিরোধক ব্যবস্থার কার্যকারিতা সহ বিভিন্ন বিষয়ে গুন সম্পন্ন।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- চিন
- ট্রেন
- বুলেট ট্রেন