Ladakh । ভারতের লাদাখ ভূখণ্ড দখল করে নতুন ভূখণ্ড বানালো চীন, আবার অশান্ত সীমান্ত

Friday, January 3 2025, 4:34 pm
highlightKey Highlights

সীমান্তের পরিস্থিতি যে আদৌ শান্ত হয়নি এবার তার প্রমাণ মিলল। লাদাখ ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ তৈরি করছে চিন!


ফের উত্তপ্ত হলো ভারত চিন সীমান্ত। গত বছরের অক্টোবরে দুই দেশের সম্মতিতে লাদাখের ডেমচক, দেপসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় ভারত এবং চিন উভয় দেশই। এদিন হঠাৎ জানা গিয়েছে, হোটান প্রদেশে বেশ কিছুটা অঞ্চল ভারতের লাদাখের অংশ, সেখানেই নতুন ২ কাউন্টি তৈরি করার ঘোষণা করেছে চিন। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন এই ঘটনায় ভারতের সার্বভৌমত্বে আঘাত লেগেছে। তিনি আরও বলেন চিনের এই দখলদারি ভারত কখনই মেনে নেবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File