India-China | পূর্ব লাদাখের সীমান্তে হাড় কাঁপানো শীতেও মহড়া! যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে চিন সেনা? সতর্ক ভারতও
পূর্ব লাদাখের হাড় কাঁপানো শীত ও চরম আবহাওয়াতেও পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে বলে খবর।
ফের সীমান্ত এলাকায় উত্তেজনা! পূর্ব লাদাখের হাড় কাঁপানো শীত ও চরম আবহাওয়াতেও পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে বলে খবর। এরপর সতর্ক হয়ে উঠেছে ভারতীয় সেনাও। সূত্রের খবর, পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্টের এই মহড়ায় অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি ব্যবহৃত হয়েছে সেনার গাড়ি, ড্রোন ইত্যাদি। শুধু তাই নয়, চরম অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলনও করানো এই রেজিমেন্টকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- চীন
- চিন
- চীনা সেনা
- চীন সেনা
- ভারতীয় সেনা
- পূর্ব লাদাখ