Mamata Banarjee । চিকিৎসকদের সাথে আলোচনায় মুখ্যমন্ত্রী, কথা হবে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও পরিকাঠামোর উন্নতির ব্যাপারে

Friday, January 10 2025, 4:11 am
highlightKey Highlights

ধনধান্য প্রেক্ষাগৃহে আগামী ২৪ ফেব্রুয়ারি প্রায় ২০০০ চিকিৎসকের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আগামী ২৪ফেব্রুয়ারি ফের চিকিৎসকদের সাথে সামনাসামনি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। ধনধান্য প্রেক্ষাগৃহে প্রায় ২০০০ চিকিৎসকের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি। কথা হবে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির লক্ষ্যে এবং চিকিৎসকদের অভিযোগের নিরসনের উদ্দেশ্যে। উপস্থিত থাকবেন বিভিন্ন মেডিক্যাল কলেজের সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের পাশাপাশি জেলা ও মহকুমা স্তরের চিকিৎসকরা। যেসব ডাক্তারদের আমন্ত্রণ জানানো হবে তারাই বৈঠকে আসতে পারবেন। ডাক্তারদের আমন্ত্রণ পাঠাবে স্বাস্থ্য ভবন। বেলা ১১টা থেকে শুরু হবে ওই সমাবেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File