WB Police । গোয়েন্দা প্রধানকে সরালেন মুখ্যমন্ত্রী , CID অন্দরে আসতে চলেছে নয়া মুখ?


রাজ্য পুলিশে বড়সড় বদল। সরানো হল গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। মুখ্যমন্ত্রী কিছু দিন আগেই এই বদলের ইঙ্গিত দিয়েছিলেন।
রাজ্য পুলিশে বড়সড় বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়েন্দা প্রধান পদে থাকা রাজশেখরনকে সরিয়ে এডিজি (ট্রেনিং) পদে পাঠানো হয়েছে। এর আগে এডিজি (ট্রেনিং) পদে ছিলেন দময়ন্তী সেন। দময়ন্তী সেনকে পাঠানো হলো ডিজি (পলিসি) পদে। আগে এই পদে বহাল ছিলেন আইপিএস অফিসার আর শিবকুমার। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি রাজীব মিশ্রকে আনা হয়েছে এডিজি (মর্ডানাইজেশন) পদে। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন। পুলিশমহলে বড়সড় বদলের ইঙ্গিতও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।