Bangladesh | ১২ জন বিচারপতিকে বাদ দিয়েই ৫৪টি বেঞ্চ! ছাত্রসমাজের চাপে বেঞ্চ পুনর্গঠিত করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি
ছাত্রসমাজের চাপে মুখে নতি স্বীকার করে ১২ জন বিচারপতিকে বাদ দিয়েই হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বাংলাদেশে হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠিত হলো। বাংলাদেশের উচ্চ আদালত সূত্রে জানা গিয়েছে, ছাত্রসমাজের চাপে মুখে নতি স্বীকার করে ১২ জন বিচারপতিকে বাদ দিয়েই হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উচ্চ আদালতের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার। ইতিমধ্যে কোনও নিয়ম না মেনেই হাইকোর্টে ২১ জন বিচারপতিকে নিয়োগ করে অন্তর্বর্তী সরকার। এঁদের কয়েকজন সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলে খবর।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- আদালত