Chhattisgarh | ছত্তিশগড়ে আত্মসমর্পণ মাও নেত্রীর, মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা!
Saturday, October 18 2025, 3:49 pm
Key Highlightsশনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন গীতা অরফে কামলি সালাম।
শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বস্তার ডিভিশনের সক্রিয় মাও নেত্রী গীতা অরফে ওরফে সালাম। তাঁর মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। তাঁর আত্মসমর্পনের কারণ হিসেবে মাওবাদী আন্দোলনের প্রতি হতাশা এবং সাম্প্রতিক আত্মসমর্পণের ঘটনাগুলির কথা উল্লেখ করেন গীতা। পূর্ব বস্তার ডিভিশনে মাওবাদীদের কমান্ডার ছিলেন গীতা। সদ্য ছত্তিশগড়ের ইতিহাসে মাওবাদীদের বড়ো বড়ো চাঁইদের আত্মসমর্পণকে সাফল্য হিসেবেই দেখছে প্রশাসন। শুক্রবারও জগদলপুরে এক৪৭, গ্রেনেড লঞ্চার সহ ১৫৩টি অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেন ২২১০জন মাওবাদী।
- Related topics -
- দেশ
- ছত্তীসগঢ়
- মাওবাদী হামলা
- মাওবাদী
- ভারত

