২০ লক্ষ টাকা গয়নাভর্তি ব্যাগ ফেরালেন অটোরিকশা চালক, সোশ্যাল মিডিয়ায় অনেকেই অটোচালকের প্রশংসা করেছেন
Sunday, January 31 2021, 12:25 pm
 Key Highlights
Key Highlightsট্যাক্সিচালক, অটোচালক, রিকশাচালকদের সততার নজির নতুন নয়। মাঝেমধ্যেই তাঁদের টাকা, গয়নাভর্তি ব্যাগ ফিরিয়ে দেওয়ার কথা শোনা যায়। ফের এই ঘটনা দেখা গেল চেন্নাইয়ে। সততার পরিচয় দিলেন এক অটো রিকশা চালক। তিনি ২০ লক্ষ টাকার গয়নাভর্তি একটি ব্যাগ ফিরিয়ে দিলেন এক যাত্রীকে। এই অটোচালকের নাম সরবন কুমার। সততার জন্য চেন্নাই পুলিশ তাঁকে সম্মান জানিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পল ব্রাইট নামে এক ব্যক্তি তাঁর আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফেরার সময় তিনি অটো রিকশায় চড়েন। তাঁর কাছে কয়েকটি ব্যাগ ছিল।
-  Related topics - 
- লাইফস্টাইল
- অটোরিকশা চালক
- চেন্নাই

 
 