Chelsea vs Barrow | কারাবাও কাপে ব্যারোর বিরুদ্ধে ৫ গোলে জয় পেলো চেলসি
Wednesday, September 25 2024, 8:25 am

ব্যারোর বিরুদ্ধে কারাবাও কাপে খেলতে নেমে ৫ গোলে জয় ছিনিয়ে নিলো চেলসি।
ব্যারোর বিরুদ্ধে কারাবাও কাপে খেলতে নেমে ৫ গোলে জয় ছিনিয়ে নিলো চেলসি। একই দিনে কারাবাও কাপে জয় পেল অ্যাস্টন ভিলা, লেস্টার সিটি, ম্যানচেস্টার সিটিও। পর্তুগিজ় মিডফিল্ডার ম্যাথিউজ় নুনেজ় সিটি জার্সিতে তাঁর প্রথম গোলটি পেলেন। মঙ্গলবার রাতে এতিহাদ স্টেডিয়ামে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ওয়াটফোর্ডের বিরুদ্ধে প্রথমে লিড পায় সিটি। এই জয়ের ফলে গুয়ার্দিওয়ালার দল চতুর্থ রাউন্ডে প্রবেশ করল। ম্যাচের ৭৫% সময়ে বল নিজেদের দখলে রেখেছিল চেলসি। মোট ১৯টি শট গোলে নেয়।