Suicide | ‘মৃত্যু আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ।’-ভাড়ার ফ্ল্যাটে হিলিয়াম মাস্ক পরে আত্মহত্যা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের
Wednesday, July 30 2025, 2:13 pm

হিলিয়াম গ্যাসের মাধ্যমে নিজের শ্বাসরোধ করে নিজেকে শেষ করে দিয়েছেন ধীরজ কানসাল নামে এক যুবক।
৩,৫০০ টাকা দিয়ে হিলিয়াম গ্যাস কিনে নিজের শ্বাসরোধ করে শেষ করে দিয়েছেন ধীরজ কানসাল (২৫) নামে এক যুবক। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ধীরজ গুরুগ্রামের এক সংস্থায় কাজ করতেন। আট দিনের জন্য দিল্লিতে একটি Airbnb ফ্ল্যাট ভাড়া নিয়েছিল তিনি। সোমবার দরজা না খোলায় পুলিশ এসে ধীরাজের মুখে পাইপ লাগানো মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘মৃত্যু আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। দয়া করে আমার মৃত্যুতে দুঃখ পাবেন না। আত্মহত্যা ভুল কাজ না, কারণ আমার কাঁধে কোনও দায়দায়িত্ব নেই।’
- Related topics -
- দেশ
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি
- আত্মহত্যা