Charlie Kirk | আমেরিকায় ট্রাম্প-ঘনিষ্ঠ নেতাকে প্রকাশ্যে গুলি! মৃত চার্লি কার্ক, "হামলাকারীদের রেয়াত করা হবে না।"- হুমকি প্রেসিডেন্টের

আমেরিকায় প্রকাশ্যে ট্রাম্প-ঘনিষ্ঠ দক্ষিণপন্থী নেতা চার্লি কার্ককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা।
মার্কিন মুলুকে গুলি চলল ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্কের উপরে। বছর একত্রিশের দক্ষিণপন্থী নেতা চার্লি কার্ক ট্রাম্পের অন্যতম সহযোগী ছিলেন। সম্প্রতি ‘আমেরিকান কামব্যাক ট্যুর’ নামে একটি কর্মসূচিতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিলেন তিনি। বৃহস্পতিবার উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তব্য রাখাকালীন তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের কড়া নিন্দা করে ট্রাম্প বলেন, “জঘন্য। আমেরিকার ইতিহাসে এটি অন্যতম কালো অধ্যায়। হামলাকারীদের রেয়াত করা হবে না।”