SSC | এসএসসির পরীক্ষায় একাধিক নিয়মে বদল! চলতি মাসেই জারি হতে পারে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি!

Friday, May 23 2025, 11:36 am
highlightKey Highlights

চলতি বছরের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন।


চলতি বছরের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। চলতি মাসের মধ্যেই জারি হবে বিজ্ঞপ্তি। তবে পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হচ্ছে বলে শিক্ষাদপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, ওএমআর শিটের সঙ্গে দেওয়া হতে পারে কার্বন পেপার। ওই কার্বন প্রতিলিপি পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। এছাড়া ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নিয়ম বদল হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File