Farmers Protest | কৃষক আন্দোলনের জের, বৈঠক শেষে উত্তপ্ত শম্ভু-খানৌরি সীমান্ত,আটক ৭০০ কৃষক

পুলিশের সঙ্গে সংঘর্ষ কৃষকদের। আটক একাধিক কৃষক নেতা। শম্ভু ও খানৌরি সীমান্ত থেকে আন্দোলনকারীদের সরাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ কৃষকদের।
গতকাল, ১৯ মার্চ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও প্রহ্লাদ জোশী কৃষকদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে পুলিশের সঙ্গে সংঘঘর্ষে জড়িয়ে পড়ে কৃষকরা। উল্লেখ্য, দিল্লি অভিযানে বাধা দেওয়ার পর থেকে আন্দোলনকারী কৃষকেরা শম্ভু ও খানৌরি সীমান্তে তাঁবু খাটিয়ে থাকছিলেন। লাঠিচার্জ করে এবং বুলডোজার চালিয়ে তাঁদের উচ্ছেদের চেষ্টা করতেই দুপক্ষের সংঘর্ষ হয়। সরওয়ান সিং পান্ধের, জগজিৎ সিং দাল্লেওয়াল সহ এখনো অবধি ৭০০ কৃষক নেতাকে আটক করা হয়েছে।
- Related topics -
- দেশ
- কৃষক প্রতিবাদ
- কৃষক আন্দোলন
- কৃষক
- গ্রেফতার