Champions Trophy | অব্যাহত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট! ICCকে ফের নতুন করে শর্ত দিলো পাকিস্তান
Tuesday, December 10 2024, 6:42 am
Key HighlightsICCকে ফের নতুন করে শর্ত দিয়েছে টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান।
এখনও অব্যাহত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট। বহু বৈঠক শেষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তান রাজি হয়েছিল বলে জানা গিয়েছিলো। তবে এবার শোনা গেল, ICCকে ফের নতুন করে শর্ত দিয়েছে টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। প্রথমে PCBর দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে ২০৩১ পর্যন্ত।এবার তাদের দাবি, ICCকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যেন ভবিষ্যতে ভারতের মাটিতে আয়োজিত টুর্নামেন্টগুলোতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি পায় পাকিস্তান।

