Champions Trophy | অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট! হাইব্রিড মডেলেই খেলা হবে টুর্নামেন্ট! তবে রয়েছে PCBর শর্ত
Friday, December 13 2024, 6:16 pm
Key Highlights
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি পাকিস্তান বোর্ড (PCB)।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি পাকিস্তান বোর্ড (PCB)। যদিও এক্ষেত্রে কিছু শর্তও রয়েছে তাদের। PCBর দাবি, ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তবে পাক দলও এদেশে খেলতে আসবে না। সেই প্রস্তাবে দুই পক্ষ রাজি। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে দুবাইয়ে। আর ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে ভারতের বদলে কলম্বোয়। অন্যদিকে, হাইব্রিড মডেলেরাজি হলেও ICCর তরফে কোনও আর্থিক ক্ষতিপূরণ পাবে না PCB। তবে ২০২৭ সালে পাকিস্তানে ICCর একটি মহিলা টুর্নামেন্ট আয়োজন হবে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- পাকিস্তান
- আইসিসি
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বিসিসিআই