বড় ঘোষণা EPFO সদস্যদের জন্য, আলাদা অ্যাকাউন্ট হতে পারে PF এবং পেনশন
Monday, July 12 2021, 2:29 pm
Key Highlightsমোদী সরকারের তরফে সম্প্রতি ঘোষণা করলো কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর আওতাভুক্ত সেক্টরের কর্মীদের মাসিক পেনশনের সুরক্ষা বজায় রাখতে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন অ্যাকাউন্টগুলি পৃথক করা হতে পারে। পিএফ এবং পেনশন একই অ্যাকাউন্টের অংশ হওয়ায় টাকার হিসেব রাখতে সমস্যা হয় কর্মীদের। এক্ষত্রে দুটি অ্যাকাউন্ট আলাদা হলে কর্মীদের টাকার হিসেব রাখতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
- Related topics -
- অর্থনৈতিক
- ভারত
- পেনশন
- ইপিএফও
- নরেন্দ্র মোদি

