Sahkar Taxi | Ola, Uber, Rapidoকে টক্কর দেবে ‘সহকার ট্যাক্সি’! এবার অ্যাপ ক্যাব পরিষেবা দেবে কেন্দ্র সরকার!
Thursday, March 27 2025, 1:03 pm

বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে টেক্কা দিতে বাজারে ‘সহকার ট্যাক্সি’ আনতে চলেছে কেন্দ্র সরাকর।
দেশের মেট্রো সিটি গুলিতে দাপিয়ে ব্যবসা করছে Ola, Uber এর মতো বেসরকারি অ্যাপ ক্যাব। তবে এবার বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে টেক্কা দিতে বাজারে ‘সহকার ট্যাক্সি’ আনতে চলেছে কেন্দ্র সরাকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, Ola, Uber, Rapido এর মতোই পরিষেবা প্রদান করবে ‘সহকার ট্যাক্সি’। এই অ্যাপ ক্যাবে নাম নথিভুক্ত করতে পারবেন বাইক, অটোরিক্সা, চারচাকার গাড়ির চালকরা। ভাড়া বাবদ যে টাকা মিলবে তার সম্পূর্ণটাই ক্যাব চালকরা পাবেন বলেও খবর। ফলে কেন্দ্রের এই নতুন উদ্যোগ চালকদের রোজগার বৃদ্ধি হবে বলেই আশা।